সাম্প্রত দর্শনানুশীলনের মণ্ডলে অ্যালেন বাদিয়্যু মনষ্ক অনুধ্যায়ীদের নিকট উত্তরোত্তর প্রসঙ্গ হয়ে উঠছেন। বিদ্যায়তনে, এবং বিদ্যায়তনিক দর্শনচর্চার বাইরেও ব্যাপকাংশে, বাদিয়্যু অনুশীলিত হচ্ছেন। বিয়িং অ্যান্ড ইভেন্ট, হ্যান্ডবুক অফ ইস্থেটিক্স প্রভৃতি দিয়ে অ্যালেন বাদিয়্যু ঘন মনোযোগ আদায় করেন নেন প্রতিনিয়ত। ললিতকলা, আর্ট ও ইতিহাসের পাশাপাশি তিনি ইন্টারোগেইট করেন তত্ত্বশাস্ত্র ও বৈজ্ঞানিক উদ্ভাবনগুলোকে উপুর্যপরি। প্ল্যাটোদর্শনের সমকালিক পুনর্বয়ান উপস্থাপনের জন্যও বাদিয়্যু বন্দিত হয়েছেন দর্শনানুরাগীদের কাছে।
এইখানে, এই বইতে, অ্যালেন বাদিয়্যুর কিছু কথামৃত লভ্য; গ্রথন ও অনুবাদনের কাজটা বাংলায় সেরেছেন লায়লা ফেরদৌস; অশুভ বিষয়ে এই নিকষিত কথাভাষ্য মৈত্রী গড়ে তুলতে চাইছে পাঠকের সঙ্গে। এহেন গ্রন্থ দর্শনানুধ্যায়ী চিন্তক ও পাঠকের কাছে যেমন বাদিয়্যুবোধিনী, ঠিক একইভাবে দর্শনচর্চায় বীতস্পৃহ পাঠকের কাছেও উপভোগ্য ও প্রবেশিকাসোপান।
বইটা বাইর হয়, বাংলা ভাষায়, খ্রিস্টাব্দ ২০১৫ ফেব্রুয়ারিতে। এইটা নাগরী প্রকাশনী রিলিজ করেছিল।
লেখা : আতোয়ার কারিম
… …
- শুকিয়ে যাওয়া ফুলেরা || মাহমুদুর রহমান - July 30, 2025
- জীবনের ঋতুসমুদয় || শিলামনি - July 20, 2025
- কেইটের কামাই - July 12, 2025
COMMENTS