ঈদে আমি বই কিনি। আজিজ মার্কেটে গেলে ঈদের সময় মনে হয় বইই নতুন জামা। নতুন শিহরণ। এসব আজও একটু একটু হয়।
তক্ষশিলায় ‘অবিরত দ্বৈরথে বিজ্ঞান’ দ্বিতীয় পর্বটি কিনলাম। প্রথম পর্বটি অনেকটা পড়েছিলাম ফলে দ্বিতীয় পর্ব হাতে পেয়ে খুশিতে কিনে ফেললাম।
এদিকে মামুন হুসাইন ভাইয়ের ‘জলছাপের চিত্রশালা’ কিনলাম মাওলা থেকে। আনন্দের বিষয় হলো মামুনভাই উপহার হিসেবে তার ‘অসরল পুঁথিবিদ্যা’ পাঠালেন। প্রথম প্রবন্ধ ‘ভিখিরির ভুলচুক’ পড়েই মুগ্ধ হলাম। পুরো বইটি পড়ব। এর আগে তার প্রবন্ধসংকলন ‘কথা ইশারা’ আমার প্রিয় বইয়ের তালিকায় আছে।
সাথে যুক্ত হলো হুমায়ূন আহমেদের ‘বহুব্রীহি’ উপন্যাস। সিরিজ নাটকের সাথে এর তেমন মিল নেই বলে লেখক ভূমিকায় জানালেন। আমি সিরিজটি দেখলাম সহসা ফলে টেক্সটটা পড়ার বাসনা তৈরি হলো।
সবাইকে ঈদ মোবারক।
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- টুকটাক সদালাপ ২১ - August 13, 2025
- টুকটাক সদালাপ ২০ - August 4, 2025
- টুকটাক সদালাপ ১৯ - June 24, 2025
COMMENTS