২৫ মার্চ ২০২১ চলে গেলেন বিলেতে বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক জাকারিয়া খান চৌধুরী। পাকিস্তানিদের অরাজকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন সবসময়। ব্রিটিশ মূলধারার রাজনীতিকদের সাথে ছিল তার ঘনিষ্ঠতা। তুলে ধরেছেন পূর্বপাকিস্তানে শোষণের চিত্র৷ বিলেতে জাতির পিতার সান্নিধ্য পেয়েছেন। ‘আনহ্যাপি ইস্ট পাকিস্তান’ থেকে শুরু করে নানা উদ্যোগে ইতিহাসের অংশ জাকারিয়া খান চৌধুরী।
‘লন্ডন ১৯৭১’ উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে ছিলেন। সময় দিয়েছেন অনেক। উনার মৃত্যুর মাস-তিনেক আগে আমাদের শেষ কথা হয়। সিলেট প্রদর্শনীতে অতিথি হয়ে গেলেন সাথে ছিলেন ১৯৭১ সালে লন্ডনে স্থাপিত বাংলাদেশ মিশনের ২য় সচিব মহিউদ্দিন আহমেদ।
তিনদিন সিলেটে আপনার সাথে কাটানো সুখস্মৃতি তোলা থাকল। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে উনার কথাবার্তা রেকর্ড করতে গিয়েছিলাম, অসুস্থ ছিলেন, শরীর সায় না দিলেও দুইদিনে প্রায় দুইঘণ্টা ধারণ করা গিয়েছিল তার সাক্ষাৎকার।
আরও অনেক কথা বলার ছিল, অবলা থাকল। উনাকে আমি চাচা সম্বোধন করতাম। কথা ছিল উনি আমাকে মেইল করবেন একটা। উনার তৃতীয় মেইলের অপেক্ষায় ছিলাম। সেই ইমেইল আর আসবে না।
২৫ মার্চ ২০২১ বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে লন্ডন ১৯৭১। বিনম্র শ্রদ্ধা হে বীর মুক্তিযোদ্ধা!
বিদায় জাকারিয়া খান চৌধুরী!
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025
- শাহজালাল শাহপরান গ্রামবাঙলায় গাজির গান || তুহিন কান্তি দাস - November 22, 2025
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025

COMMENTS